নবীনগরে প্রথম সাংবাদিক হিসেবে উপজেলা নির্বাচন করছেন সঞ্জয় সাহা

0 1

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচনে আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলায় এ নির্বাচনে প্রথম সাংবাদকর্মি হিসেবে নির্বাচন করছেন সঞ্জয় সাহা। তিনি ভাইস-চেয়ারম্যান পদে টিয়া প্রতিকে নির্বাচন করছেন। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বহুবারের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা সঞ্জয় সাহা উপজেলার বলিষ্ট সাংবাদকর্মি হিসেবও তার সুনাম রয়েছে। তিনি উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ থেকে এলএলবি পাশ করেছেন।
সঞ্জয় সাহা জানান, জনগন আমার মূল শক্তি। নবীনগরে উন্নায়নের ধারাকে অব্যাহত রাখতে আমি ভাইস-চেয়ারম্যা পদে টিয়া প্রতিক নিয়ে নির্বাচন করছি। আমি আশাবাদী আগামী ৩১মার্চ জনগন আমার পক্ষে রায় দেবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares