নবীনগরে পুজা মন্ডবে সাঈদের আর্থিক অনুদান

0 2

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার-৫(নবীনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি যুবলীগ ঢাকা মহানগর(দ) যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা সিটি কর্পোরেশন (দ) ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এ,কে,এম মমিনুল হক সাঈদ উপজেলায় অনুষ্ঠিত ১১৬ টি পুজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান করেছেন।

বৃধবার(১৭/১০) রাতে প্রার্থীর পক্ষে তাঁর ভাই এ,কে,এম রাশেদুল হক সুমন এক বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে শো-ডাউন করে প্রতিটি মন্ডবের জন্য ১০ হাজার করে ১১ লাখ ৬০ হাজার টাকা এ আর্থিক অনুদান মন্ডবে ঘুড়ে ঘুড়ে মন্ডব পরিচালনা পর্ষদের নেতাদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, বড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত, মোহাম্মদ নবী, মোহাম্মদ লায়ন হাসান, বড়িকান্দি ইউপি সদস্য এ,কে,এম জিয়াউদ্দিন জিয়া, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আবু সাদেক স্বপন, শান্ত কুমার রায় , মো. আমীর হোসেন, আলী হোসেনসহ স্থানীয় দলীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares