নবীনগরে পানিতে ডুবে চাচাতো বোনের মৃত্যু

0 2

water6578

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে সিনথিয়া আক্তার (৩) ও মিতু আক্তার (৪) চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নিহত সিনথিয়া নাছিরাবাদ গ্রামের আবদুল মান্নানের মেয়ে ও মিতু বিল্লাল মিয়ার মেয়ে। দুপুরে সিনথিয়া ও মিতু বাড়ির পাশে খেলা করছিল। সে সময় তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares