নবীনগরে নৌকার মাঝি হলেন এবাদুল করিম বুলবুল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৭ নং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) নির্বাচনী আসনের আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের উপদেষ্টা এবাদুল করিম বুলবুল।
রোববার (২৫ নভেম্বর)সকালে দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত ওই চিঠি হাতে পেয়েছেন আওয়ামী কৃষকলীগের এই উপদেষ্টা। দলীয় চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঝে আনন্দ উল্লাস করতে দেখা যায়।