নবীনগরে নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

0 3

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় নবীনগর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ওই সভার সভাপতিত্ব করেন, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড: কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কমিশনার ও দক্ষিন মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ, জেলা পরিষদ সদস্য মো. বোরখান উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামীলীগ নেতা এড. শিব সংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. সুজিত কুমার দেব, জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহাম্মেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদুস, কেন্দ্রীয় যুবলীগ নেতা আল আমিনুল হক, ইউপি চেয়রম্যান হাজি কবির আহাম্মেদ, শাহিন খান, নূরনারহার বেগম প্রমুখ। এসময় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটুকে সকলের কাছে পরিচয় করিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন আওয়ামীলীগ নেতারা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares