নবীনগরে নেশাগ্রস্তের ছুরিকাঘাতে ছাত্রলীগের আহবায়ক আহত
মিঠু সূত্রধর পলাশ : নেশাগ্রস্তের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম রাজিব গুরুত্বর আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকায় মধ্যপাড়ার হাসিম মাষ্টারের বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নেশাগ্রস্ত সিরাজুল ইসলাম বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজিবের সাথে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।