নবীনগরে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি এবাদুল করিম বুলবুল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের স্থানীয় সংসদ সদস্য ও বিকন গ্রুপের কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল আজ ২ আগষ্ট রবিবার সকালে নবীনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ঈদ শুভেচ্ছা বিনিময় কালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট এড. শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক প্রনয় কুমারভদ্র পিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান, পৌর আওয়ামী লীগের সদস্য শামীম রেজা,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম ,সাবেক ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ হোসেন, ছাত্র লীগ নেতা আবু ছায়েদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এবাদুল করিম বুলবুল বলেন, আমরা গ্রুপে বিশ্বাসী না। গ্রুপ করবো কেন, আওয়ামী রাজনীতিতে কেউ কাউকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি আরো বলেন, যারা গ্রুপ করে তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী,তারা আওয়ামী লীগের দুশমন,তারা আওয়ামী লীগের ক্ষতি চায়।