নবীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত-১

0 3

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনপরবর্তী সহিংসতায় সাঈদুল মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুল ওই গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের সমর্থকরা কুড়িঘর গ্রামে আনন্দ মিছিল করছিলেন। এ সময় নৌকার প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থকরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাঈদুলকে মৃত ঘোষণা করেন। ন

বীনগর থানা ওসি রণোজিত রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares