নবীনগরে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, মো. মিজানুর রহমান, পরিমল দত্ত সহ আরো অনেকে।
পরে ৭৩,৫০০/- টাকা করে ২১০ জন নারী কর্মীর মাঝে মোট ১,৫৪,৩৫,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।