নবীনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

0 2

নবীনগর  প্রতিনিধি: নবীনগরে ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলার নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন নবীনগর উপজেলা প্রশাসন ও নবীনগর সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মাইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, সহাকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান , ওসি মো.আসলাম সিকদার, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, আপনারা যে কোন সময় যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তিনি আরো বলেন, সুন্দর ব্রা‏হ্মণবাড়িয়া গড়তে আপনাদের সকলের সহযোগিতা লাগবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares