নবীনগরে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চায় জোট নেতা মোহসিন মিয়া

0 2

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: এলডিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা এলডিপির সভাপতি ও কেন্দ্রীয় ২০ দলিয় জোটের নেতা মোহাম্মদ মহসীন মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ২০ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী । দল থেকে তাকে মনোনয়ন দিবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এ লক্ষে মহসীন মিয়া এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। গত কয়েক দিন উপজেলার ২১টি ইউনিয়নের শতাধীক গ্রামে ধানের শীষ প্রতীকে জয়ী করতে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তিনি। নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ মোহসিন মিয়া নানামুখী প্রচারনা চালাচ্ছেন। নির্বাচনী শোডাউন,উঠান বৈঠক,গণসংযোগ করার পাশাপাশি ব্যানার,পোষ্টার ও লিফলেট বিতরণ করছেন। মনোনয়নের জন্য তিনি কেন্দ্রেও লবিং করে যাচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি দলের নেতাকর্মীদের নিয়ে ২০ দলীয় জোটের মনোনয়ন ফরম সংগ্রহ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমাও দিয়েছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ মোহসিন মিয়া বলেন,আমি মনোনয়ন পেয়ে জনগনের ভোটে নির্বাচিত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার,সুশাসন ও অবহেলিত নবীনগর উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares