নবীনগরে ধানের ভার বইতে এসে বাড়ি ফেরা হলোনা ধান কাটা শ্রমিকের

0 1

মিঠু সূত্রধর পলাশ নবীণগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বগুড়া থেকে ব্রহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের ভার বইতে এসে বাড়ি ফেরা হলোনা ধান কাটা শ্রমিকের। অবশেষে নিজেই লাশ হয়ে অন্যের কাছে ভারে পরিণত হলেন। আনুমানিক ৫৫ বছরের এক ব্যক্তি ফসলি জমি থেকে ধানের ভার নিয়ে যাওয়ার সময় এ করুন মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল (১৮/৪) দুপুরের দিকে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে এ ঘটনা ঘটেছে। হতভাগ্য ওই ধান কাটা শ্রমিক বগুরা জেলার বাসিন্দা।
জানা যায়, প্রতিবারের মতো এবারো ধান কাটা মৌসুমে দলবেঁধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসেন শ্রম বিকুতে। নিজেদের এলাকায় শ্রমের তেমন চাহিদা না থাকায় বাড়তি রুজির চেস্টায় তাদের এ অ লে আসা বলে জানিয়েছেন সেখানকার এক বাসিন্দা। তিনিও খেতে ধান কাটায় ব্যস্ত ছিলেন। তিনি জানান, তাদের দলের ওই ব্যক্তি কাঁধে ধানের ভার বয়ে গেরস্থের বাড়িতে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পরেন। প্রিয়জনের এমন মৃত্যুতে দলের সবাই যেমন শোকাহত। তেমনি জাফরপুর গ্রামেও শোক বিরাজ করছে। যেকারনে মানবিকতার দৃষ্টিকোন থেকে গ্রামবাসী যে যার সাধ্যমত প ান্ন হাজার টাকার মত তুলে মৃতের পরিবারের কাছে তুলে দেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares