নবীনগরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ধর্ষনের প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের যুব সমাজ ও ছাত্র সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় সাংস্কৃতিক কর্মি মোো. নাছির চৌধুরীর পরিচালনায় এসময় এলাকার সকল ছাত্র সমাজ যুব সমাজ বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌরসবার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদদীন, মোঃনাছির চৌধুরী, গোলাম মাওলাভূইয়া,আতাউর রহমান,আলাউদ্দিন, জাহিদুল ইসলাম,নয়ন পাল, আরমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ধর্ষণ কারী যারা তারা মানুষ রুপি পশু। যারা মাদক সেবনও বিক্রি করে মাদকের নেশায় তারা নারী ধর্ষণে আসক্ত হয়। তাই প্রথমে মাদক নির্মুল করতে হবে। তবেই সমাজে ধর্ষণ কমে আসবে। তারা আরো বলেন, আমাদের একটাই দাবী ধর্ষণকারীর শাস্তি ফাঁসি চাই।
এসময় শত শত ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ডে লিখে ধর্ষণেল প্রতিবাদ সহ ধর্ষণেল ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।