নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

0 2


নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শামীম সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আলমাস সরকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের ৬টি ইউনিয়েনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি তাদের মধ্যে সংঘর্ষ হলে থানায় মামলা হয়। মামলার আসামিরা গ্রেফতার এড়াতে পাশ্ববর্তী নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে আশ্রয় নেয়। এমন খবর পেয়ে নবীনগর থানা পুলিশ স্থানীয়দের সতর্ক করতে সে গ্রামে যায়। পুলিশ আসার খবর পেয়ে আসামীরা মির্জাচরে পালিয়ে গেলে সেখানে তাদের প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পুনরায় চরলাপাং গ্রামে চলে আসে। তখন প্রতিপক্ষের লোকজন তাদের পিছু নিয়ে চরলাপাং গ্রামে এসে গুলি ছো্ড়ে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় যুবক শামীম সরকার গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  রাজু আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তীতে যাতে আইনশৃঙ্খলার অবণতি না হয় সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares