নবীনগরে দুই সন্তানের জননীর আত্মহত্যা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কাঠালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধওে গতকাল শুক্রবার সকালে দুই সন্তানের জননী শাকিলা জাহান গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা মর্গে প্রেরণ করেন। জানা গেছে, উপজেলা কাঠালিয়া গ্রামের বাহারাইন প্রবাসী সৈয়দ রেজাউল করীমের সাথে ১০ বছর আগে বিয়ে হয়। তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে।
এলাকাবাসি জানান, সকালে পারিবারিক কলহের জেরে ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেন ওই দুই সন্তানের জননী। ওসি(তদন্ত) রাজু আহম্মেদ বলেন, দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে।