নবীনগরে দি ডেইলি অবজাভারের পাঠক ফোরামের কমিটি গঠন
নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দি ডেইলি অবজারভার পত্রিকাটির পাঠকদের পরামর্শ ক্রমে দি ডেইলি অবজাভার এর পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
আজ ৩১শে আআগষ্ট সোমবার সকাল দশ ঘটিকায় উপজেলার সলিমগন্জ বাজারে সেফা ডায়গনষ্টিক সেন্টারে দি ডেইলি অবজাভারের নবীনগর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনের আহবানে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দি ডেইলি অবজারভার পত্রিকার জনপ্রিয়তা ও বস্তুনিষ্ঠতা ও সংবাদের নিরপেক্ষতা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি দি ডেইলি অবজারভার পত্রিকাটির নবীনগরের সকলের নিকট তুলে ধরতে পত্রিকাটি সরবারাহ ও অনলাইন ও ই পেপার সম্পর্কে সকলকে অবগত করা হয়।
উক্ত সভায় বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক জাহিদুল ইসলামকে সভাপতি ও জনকল্যাণ ল্যাবরেটরিজ আয়োর্বেদ এর ব্যাবস্হাপনা পরিচালক ইমানুজ্জামান পল্লব কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
তাছাড়াও কমিটিতে পাঁচজন উপদেষ্টা মনোনীত করা হয়েছে উপদেষ্টগন হলেন কিশোর বাংলার নির্বাহি সম্পাদক ও দি ডেইলি অবজারভার এর সিনিয়র সাংবাদিক কৌশিক আহমেদ, নবিনগর আঞ্চলিক কথা গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অদক্ষ্য মোস্তাক আহমেদ, সমাজ সেবক শফিকুল ইসলাম শফিক, শিক্ষক মীর আলী আহমেদ মনির।
সভাপতি ও সাধারন সম্পাদক আগামী দুএকদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।
উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।