নবীনগরে জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0 1

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাসদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা জাসদের উদ্যোগে বুধবার নবীনগর মৌচাক মার্কেটে দলীয় কার্যালয়ে কেক কাটা, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের নেতা-কর্মীদের অংশগ্রহনে দলীয় কার্যালয় হতে ঢাক ঢোল বাঁজিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা জাসদের সভপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সামছুল হক দুলাল, পৌর জাসদের সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, পৌর জাসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, জাতীয় যুব জোটের সভাপতি এম জসিম উদ্দিন, জাসদ ছাত্রলীগের সভাপতি আকছিরুল আজিম, জাসদ নেতা সামছুল আলম ভোলন, আমীর হোসেন, শরিফুল ইসলাম, প্রমূখ।
এ সময় বক্তরা বাংলাদেশের উন্নয়নে জাসদের কার্যক্রমকে আরো গতিশীল করতে, মুক্তিযোদ্ধের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে হাসানুল হক ইনু’র হাতকে শক্তিশালী করে ১৪ দলীয় জোটের রাজনীতিকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares