নবীনগরে গাজাঁ সহ গ্রেফতার ১
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাজাঁ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,নবীণগর থানা পুলিশের মাদক বিরুধী অভিযানে ১৮ মার্চ রাতে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রাম থেকে এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন(৩৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। ওই সময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।
নবীনগর থানার ওসি রণজিত রায় ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকের নিয়মিত আইনে মামলা রুজু করে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।