নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে মো. শাহ আলম(৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার বাঘাউরা গ্রামের ফুল মিয়ার ছেলে ও চার সন্তানের জনক। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ দিকে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় শাহ আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানায়, শাহ আলম মানসিক ভারসম্যহীন ও ৪ সন্তানের জনক। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তারা এর রহস্য খুজে পাচ্ছেন না।
শিবপুর ফাড়ির ইনচার্জ ইহসানুল হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।