নবীনগরে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ হোসেন কামালের গণ সংযোগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যপক গণ সংযোগ করেন।
এ সময় তিনি বিভিন্ন পথ সভায় নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্থানীয় জন সাধারণের প্রতি উদাত্ত আহবান জানান। এর আগে তিনি নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন।এসময় তার সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।