নবীনগরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি! যুবকের দুই বছরের সশ্রম কারাদন্ড

0 2

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজের সামনে ওই কলেজের সংখ্যালঘু এক ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানী করার অভিযোগে নজরুল ইসলাম (২৪) নামের এক বখাটে যুবককে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নবীনগর থানার ওসি রনোজিত রায় সন্ধ্যায় জানান, সলিমগঞ্জ কলেজের ওই ছাত্রী গতকাল বুধবার কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। ওইসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা থোলাকান্দি গ্রামের এরশাদ মিয়ার ছেলে বখাটে নজরুল ইসলাম কলেজের অদূরে পথ আটকিয়ে প্রকাশ্যে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম ঘটনাস্থলে পৌঁছে বখাটে নজরুলকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বখাটেকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
নবীনগরের ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares