নবীনগরে একই রাতে ২ মোটরসাইকেল চুরি:: এ সপ্তাহে ৬ টি

0 1

honda-sbd24.com_25550এস এ রুবেল,।। নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অবঃ ওয়ারেন্ট অফিসার মাতু মিয়ার বাড়ির গেইটের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা ২টি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।গতকাল রবিবার রাতের কোন এক সময়ে এ ঘটনাটি ঘটে।

বাড়ির মালিক মাতু মিয়া জানান, ঘরে থাকা ডিসকভার ১৫০ সিসি ও বাজাজের আর ১৫ সহ দুটি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ায় তিনি থানায় সাধার‍ণ ডায়েরী করার প্রস্তুতি নিচ্ছেন ।

এ নিয়ে এ সপ্তাহে উপজেলায় ছয়টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটল। সপ্তাহের শুরুর দিকে নারায়নপুর হাছান শাহ মাজার সংলগ্ন তিন তলা বাড়ির গেইটের তালা ভেঙ্গে সৌরবিদ্যুত প্যানেল ব্যবসায়ী ভাড়াটিয়াদ্বয়ের তিনটি মোটর সাইকেল ও একই গ্রামের জনৈক ইকবাল মিয়ার একটি মোটর সাইকেল চুরি হয় বলে বিশ্বস্থ সুত্র জানিয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares