নবীনগরে অনুষ্ঠিত হলো লোকজ ও উন্নয়ন মেলা

0 1

নবীনগর প্রতিনিধি:  “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হলো উন্নয়ন র‌্যালি, লোকজ ও উন্নয়ন মেলা এবং আলোচনা সভা- ২০১৮।

এই উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে দেশীয় লোকজ সংস্কৃতির সাঁজে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, প্রকৌশলী মো. নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা নুরন্নাহার বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, প্রেসক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল, ছাত্রলীগ সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ২৫টি ষ্টলের মাধ্যমে সরকারের উন্নয়নের চিত্র জনসম্মুখে তুলে ধরা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares