নবীনগরের মোহল্লা গ্রামে সংঘর্ষে নিহত ১:: চারজন গ্রেফতার

0 2

news_imgনবীনগরের খবর।। নবীনগর উপজেলার পুর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে দু পক্ষের সংঘর্ষের ঘটনায় গোলাম কবির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।আজ(২৫/১২) শুক্রবার দুপুরে ঘণ্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, মোহল্লা গ্রামের দুই বাসিন্দার সৌদিআরবে কর্মস্থলে কথা কাটাকাটির ঘটনায় হাতাহাতিতে রুপ নেয়। এ নিয়ে গ্রামে শালিস বসে। শালিসের রায় না মানাকে কেন্দ্র করে এলাকার মতি মেম্বার ও নগইরা ঘুষ্টির মধ্যে সংঘ্র্ষ বাধে। সংঘর্ষে মতি মেম্বার গ্রুপের গোলাম কবির অপর পক্ষের হামলায় নিহত হন।
নিহতের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পোছে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করে।IMG_2313
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম নবীনগরের খবরকে মুঠোফোনে জানান, চার জন গ্রেফতার করা হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares