নবীনগরের ডায়গনস্টিক সেন্টারের মালিক রাজিব মোল্লা সন্ধান চায় পরিবার

0 2

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  আমি মাহামুদা আক্তার কুমিল্লা জেলাধীন বাঙ্গরা থানার পান্ডুঘর গ্রামের বাসিন্দা। আমার স্বামী রাজিব মোল্লা বয়স আনুমানিক ৪০ । তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বাঙ্গরা বাজারের অবস্থীত বাঁধন পিজিওথেরাপী এন্ড অর্থোপেডিক্স সেন্টার নামে একটি ডায়গনস্টিক সেন্টারের মালিক।গত ১২ ই আগষ্ট বিকেলে উনার ডায়গনস্টিক সেন্টার থেকে বাজারের অন্য দোকানে যাইবে মর্মে বলিয়া বাহির হয়। পরবর্তীতে তিনদিন যাবত অনেক খোজাখুজি করিয়াও আমারা তাহার সন্ধ্যান পাই নাই । এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় একটি হারানোর সাধারন ডায়রী করা হয়েছে। যাহার নং -৫৪০,তারিখ ১৩/০৮/২০২০ইং।

আমার স্বামীর উচ্চতা ৫ফুট০৫ ইঞ্চি, গায়ের রং- শ্যাম বর্ণ,মুখমন্ডল লম্বাটে,সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তাহার পড়নে ছিলো সাদা কালো হাফর্শাট।

যদি কোন সুহৃদয়বান ব্যাক্তী তাহার সন্ধান পেয়ে থাকেন ০১৭৭৬ ৩৯৪২৪৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করা হইল।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares