ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি:: নবীনগরে গ্রেপ্তার হওয়া সঞ্জিত কারাগারে

0 1


নবীনগর প্রতিনিধি: ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের সঞ্জিত বর্মন (১৮) কে রবিবার (২১/১০/১৮) আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান রবিবার দুপুরে নবীনগর থানা প্রাঙ্গণে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম ও হিন্দু নেতৃবৃ› কে নিয়ে দীর্ঘ এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে মতবিনিময় করেন। এর আগে জেলার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আলমগীর হোসেন পিপিএম শনিবার রাতে নবীনগর থানায় এসে বিষয়টির দ্রুত সুরাহাকল্পে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামী নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে প্রায় দু’ঘন্টা মতবিনিময় করেন।
এদিকে রবিবার (২১/১০/১৮) ওসি আসলাম সিকদারের সভাপতিত্বে নবীনগর থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান, আইনজীবি সমিতির সভাপতি সুজিত কুমার দেব, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সদস্য মাওলানা মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র প্রমুখ নেতৃবর্গ বক্তব্য রাখেন।
এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান তাঁর বক্তব্যে বলেন,‘এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। কোনভাবেই এখানে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবেনা। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে। অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবেনা।’
প্রসংগত, উপজেলা সদরের বর্মন পাড়ার বাসিন্দা এক দোকান কর্মচারী সঞ্জিত বর্মন তার উংঢ় ঝড়হলরঃ নামের ফেসবুকের ওয়ালে শুক্রবার রাতে ইসলাম ধর্ম নিয়ে একটি অবমাননাকর (কটুক্তি) পোস্ট দিলে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ সঞ্জিতকে গ্রেপ্তার করে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares