জোটের প্রয়োজনে ও নৌকা মার্কাকে বিজয়ী করতে নেত্রী যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করবো -ফয়জুর রহমান বাদল এমপি

0 1

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: জোট রক্ষার স্বার্থে ও নৌকা মার্কা কে বিজয়ী করতে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামীলীগ তার পক্ষেই কাজ করবে। আমরা প্রার্থী চিনিনা আমরা প্রতিক চিনি,আমাদের প্রতিক হলো নৌকা।এই প্রতিক নিয়ে যেই আসবে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো। তিনি আরো বলেন নেত্রীর নির্দেশে আমরা জীবন দিতেও প্রস্তুত, সেখানে মনোনয়নতো কোনো বিষয়ই না।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের এক বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ এর সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এসব কথা বলেন। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মারুফুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হালিম,পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহাম্মেদ,সহ সভাপতি এড.সুজিত কুমার দেব,জেলা আওয়ামীলীগ নেতা শিব সংকর দাস,মো.জসিম উদ্দিন আহাম্মেদ,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাজী কবির আহাম্মেদ,মো.আলী আকবর,জহির উদ্দিন সিদ্দিক টিটু,আশ্রাফুল ইসলাম রিপন প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares