ইউপি নির্বাচন :: নবীনগরে বি,এন,পির আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

0 3

nb 19-2-16

আমিনুল ইসলাম//নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।ইতি মধ্যে বৃহস্পতিবার হইতে বিএনপির মনোনয়ন পএ বিতবন শুরু করেছে উপজেলা বিএনপির কার্য়ালয়।দলীয়প্রতীকে প্রথমবার সারা দেশে ইউপি নির্বাচন বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হচ্ছে, নবীনগরে ২১ টি ইউনিয়নে ২ ধাপে ৩১ শে মার্চ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।উপজেলা আসন্ন ১ নং বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়াইল ইউনিয়ন বি,এন,পির উদ্যোগে এক আলোচনা ও পরামর্শ সভা বৃহস্পতিবার বিকালে গোসাইপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সর্দার মোঃহানিফ মিয়া সভাপত্তিতে বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক বি,এন,পির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃআবুল বাশার এর উদ্যেগে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।এতে তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করা হয়।

এ সময় উপস্থিথ ছিলেন-উপজেলা ডিপোটি কমান্ডার মোঃরজব আলী মোল্লা,কৃষ্ণনগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম,বি এন পির নেতা সুধন মিয়া,বি এন পি নেতা চবির উদ্দীন,তাহের মেম্বার, ছাএদল নেতা সুমন মিয়া,ওসমান গনি মেম্বার,নুরুল ইসলাম মেম্বার,ওনিল চন্দ্রবর্মন সাবেক শিক্ষক,বড়াইল ইউপি ছাএদলের সাধারন সম্পাদক মোঃএনামুল হক প্রমুখ।স্থানীর নেতাকর্মী ও প্রবিন ব্যক্তিরা আলোচনা সভায় অংশগ্রহন করেন।

বক্তরা বলেন আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে দলের নেতা কর্মীদের মধ্যে সমম্বায় গড়ে তুলতে হবে, আপদে বিপদে সবাই সবার সহযোগীত
করতে হবে।সবাই দলের জন্য কাজ করতে হবে ,দলের বাইরে কেউ নয় এমন কি আমরা সবাই বড়াইল ইউপি সাবেক চেয়ারম্যান পরিবার ভুক্ত।আগে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার হবে তার পর আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির বৃহত্তর অংশের প্রার্থী নিয়ে
চিন্তাভাবনা করতে হবে।

দলীয় নেতা কর্মীরা শ্রম দিয়ে কথা দিয়ে সেই প্রার্থীকে বিজয়ী করতে হবে এর বিকল্প নেই। বক্তরা আরো বলেন বাশার চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউপির বিভিন্ন জায়গায় লোকজন নিয়ে নির্বাচনী
গনসংযোগ করছে প্রয়োজনে বৃহত্তর অংশের চেয়ারম্যান প্রার্থীর জন্য অন্যদলের চেয়ে বেশি ভোট পাবে বলে আশা করে।ছাড়া তিনি ন্যায় গ্রাম্য শালিশ বৈঠকে বিচারক।

জাতীয়তাবাদী ছাত্রদল বড়াইল ইউনিয়ন শাখা ও সহ সাংগাঠনিক সম্পাদকীয় ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর ছাত্র কল্যাণ পরিষদ মোঃ এনামুল হক তার বক্তব্য বলেন-আমাদের এলাকা থেকে জনাব মোঃ খন্দকার আবুল বাশার সাবেক চেয়ারম্যান বি,এন,পির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমরা এক ও ঐক্যবদ্ধ ভাবে আছি তার পহ্মে সবাই কাজ করব।আমরা দৃরভাবে বিশ্বাস করি আমাদের এলাকার প্রার্থী জনাব মোঃখন্দকার আবুল বাশার সাহেব বি,এন,পির দলীয় মনোনয়ন পেলে শতভাগ বিজয় ছিনিয়ে আনা সম্বব এবং তার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব।

বিএনপির সাবেক ইউপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃআবুল বাশার তার বক্তব্য বলেন-আমি দীর্ঘ দিন যাবত জনগনের কল্যানের জন্য কাজ করে যাচ্ছি,চেয়ারম্যান পূর্বে থাকা অবস্থায় আমি আশুগঞ্জ থানা থেকে নবীনগর থানা ও বড়াইল ইউপি কার্যালয়ে নির্মানের জন্য অনেক অবদান রেখেছি।তৎকালীন প্রধান মন্ত্রী খালেদা জিয়া কাছে প্রফেসর হারুন-অর-রশিদ এর মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ পাই এবংআমাকে বিভিন্ন ধরনের কাজে অনুমোদন দেওয়া হয় ।দুই বছরের ভিতরে এলাকার রাস্তাঘাট উন্নয়ন,ব্রীজ কালভাট নির্মান,মসজিদ মাদ্রাসা সংস্কার,স্কুল ও খেলার মাঠসহ সমাজের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করেছি।এ বছর যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেহেতু আমি বিএনপির থেকে মনোনয়ন পেতে শতভাগ আশাবাদি কারন কেন্দীয় ও জেলা উপজেলায় পর্যায় নেতাকর্মীরা আমাকে আশক্ত করেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares