আসুন জাতির পিতার আদর্শকে বুকে ধারন করে দেশটাকে সোনার বাংলায় গড়ে তোলি -এমপি এবাদুল করিম বুলবুল

0 2

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে আসুন আমরা স্ব স্ব জায়গা থেকে দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলি’’ সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি স্কুলের শত শত ছাত্র-ছাত্রীদের জাতির জনকের অবদান ও দেশকে ভালোবাসতে বিভিন্ন উপদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসনা জাহান খানম জোলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, ওসি রণজিত রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উপজেলা পর্যায়ে কুইজ,চিত্রাংকন প্রতিযোগিতার পুরুস্কার বিতর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares