এবার কথা বলান ফায়ারফক্সকে দিয়ে
আমরা সবাইতো পড়তে জানি তাই আমাদের কোন সমস্যা হচ্ছে না ফায়ারফক্স ব্যবহার করতে, তাই না? অনেকে আবার নেট এ কোন কিছু পড়তে অনীহা বোধ করেন। আর সেটা যথন হয় ইংরেজী লেখা তখন তো আর কথায় নেই। এখন এমন যদি হতো আপনার মজিলা ফায়ারফক্সটি কোন লেখাকে শব্দ হিসেবে পড়ে শোনাত তাহলে কেমন হয়! বলুন তো? খুব মজা না কি বলেন। বেশি কিছু না আপনার কাজ মজিলার একটি এড-অন্স ডাউনলোড করা। এড-অন্সটি ডাউনলোড করুন ও ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে কোন
আমার ব্লগটি ভিজিট করুন: http://tech-infobd.blogspot.com
ডাউনলোড লিংকঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552