মক্কার ক্রেন দুর্ঘটনার বিচার শুরু হচ্ছে

0 1

111743_Crane-accident
বিল্লাল হোসেন, সৌদিআরব : পবিত্র হজের সময় মক্কার গ্রান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনার বিচার শিগগিরই শুরু হচ্ছে । এ বিষয়ে রিয়াদের ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশন তদন্ত শেষের দিকে। প্রস্তুতি নিচ্ছে মামলার। মামলায় বেশ কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠনেরও প্রস্তুতি চলছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। যেসব অভিযোগ আনা হচ্ছে তার মধ্যে থাকতে পারে মানুষ হত্যা, অবহেলা, প্রকৌশলী-প্রকল্প ম্যানেজার ও অন্য কর্মকর্তাদের নিরাপত্তা বিধান লঙ্ঘন। উল্লেখ্য, হজের আগে সেপ্টেম্বরে মাগরিবের নামাজের আগে ঝড়ো বাতাসে একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে গ্রান্ড মসজিদের ওপর। এতে কমপক্ষে ১০৭ জন মুসল্লি নিহত হন। আহত হন ২৩৮ জন। এ নিয়ে তোলপাড় হয় সারা দুনিয়া। গ্রান্ড মসজিদ সম্প্রসারণে ব্যবহার করা হয়েছিল ওই ক্রেনটি। এ ছাড়া আরও বহু সংখ্যক ক্রেন একই কাজে সেখানে ব্যবহার করা হয়। আদালতে যে মামলা হচ্ছে তাতে জানতে চাওয়া হতে পারে ভিতরে যখন অসংখ্য মানুষ তখন গ্রান্ড মসজিদে কিভাবে ক্রেনগুলো স্থাপন করা হয়েছিল। পবিত্র মসজিদের রক্ষক বাদশা সালমান দুর্ঘটনার পর পরই ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশনকে তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশে তদন্ত করতে নেমে ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশন সৌদিআরবের বিন লাদেন গ্রুপের বেশ কিছু নির্বাহী ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে। ওদিকে নিহত ও আহতদের পরিবারকে বড় ধরনের ক্ষতিপূরণের নির্দেশ দেন বাদশা সালমান। দুর্ঘটনার পর বাদশা সালমান ঘোষণা করেন, যারা নিহত হয়েছেন তাদের প্রতি পরিবারকে ১০ লাখ রিয়াল, যারা আহত হয়ে স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়েছেন তাদেরকে ১০ লাখ রিয়াল ও আহত অন্যদের ৫ লাখ রিয়াল করে দেয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares