প্রতি নারী শ্রমিকের সঙ্গে একজন পুরুষও যেতে পারবে সৌদি আরব
বিল্লাল হোসেন সৌদি আরব: এখন থেকে প্রতিটি নারী শ্রমিকের সঙ্গে তার নিকটাত্মীয় একজন পুরুষ শ্রমিক সৌদি আরবে আসতে পারবে। জেদ্দা কনস্যুলেটের আয়োজনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম, বিএসসি।
তিনি বলেন, সৌদি প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখছে। প্রবাসীদের সুবিধার জন্যে সৌদি আরবে সোনালী ব্যাংকসহ একটি প্রাইভেট ব্যাংকের শাখা খোলার প্রচেষ্টা চলছে।
রাষ্ট্রদূত গোলাম মসীহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সচিব ইফতেখার হায়দার চৌধুরী, বিএমইটির মহাপরিচালক বেগম সামসুন্নাহার, কনসাল জেনারেল একেএম শহীদুল হক, শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন, আজিজুর রহমান সহ কমিউনিটি নেতৃবৃন্দ।