দল কে বাঁচাতে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে বাহরাইন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল

0 3

bharainbnpদেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো রাষ্ট্রদ্রোহী মামলার প্রতিবাদে বাহরাইন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হরেছে।
বিএনপির এই চরম দূর্দিনে যেখানে দেশ নেত্রীকে জেলে নিয়ে দলকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে, সেখানে নিজ গৃহে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালাল দের থেকে সাবধান থাকুন এবং ঘৃনা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করুন এই বক্তব্য রাখেন সভার সভাপতি। সভায় বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির শেখ আব্দুল হান্নান।ভাঃ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু। যুবদলে সভাপতি মন্জুআলম ।সভায় সভাপতিত্ব করেন মোঃশাহ আলম স্বেচ্ছাসেবক দলের সভাপতি।আই টি তাজুল ইসলাম সিনিয়র সহ সভাপতি সেচ্ছাসেবক দল।সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদ। সাংগঠনিক সম্পাদক মোঃমাসুদ।সহ সভাপতি আঃছাত্তার খোকন।সহ সভাপতি মোঃসাহাদাত হোসেন সান্ত।সহ সভাপতি শেখ ছয়ফুল।সহ সভাপতি সোলেমান মোল্লা।যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম।প্রচার সম্পাদক ওমর ফারুক।সেচ্ছাসেবক মহানগরে সভাপতি হুমায়ন রশিদ টিটন মহানগরে সাংগঠনিক সম্পাদক কয়েজ উল্লা।মোঃসিতু মোঃআতিউল্লা।বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যুবলদ শ্রমিক দল তরুন দল দেশনেত্রী পরিষদ তারেক রহমান পরিষদ। ও শাখা নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares