কাতারে বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষপূর্তি উদযাপন

0 1

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কাতারে কেক কাটা ও আলোচনা সভা শনিবার দোহার নাজমা মিষ্টি মেলায় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি ও বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কাতারের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া,জাতীয় পার্টির সভাপতি হাজী বাশার সরকার,আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নুর, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী,কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব ইঞ্জিনিয়ার মাহমুদ উল্লাহ জালাল,বিসি টোষ্ট মাস্টার ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম খন্দকার।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ঝিঝিপুকা ক্রিকেট ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ রাজ রাজিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আখাউড়া প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন পাশা,ব্রাহ্মণবাড়িয়া যুব পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন খান, ইঞ্জিনিয়ার তানিম আহমেদ, ইয়াকুব খান, শরিয়ত উল্লাহ সবুজ প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, কলকাতা টিভির কাতার প্রতিনিধি শাহ আলম খান, বাংলা ভিশনের মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী,৫২ বাংলা টিভির মোশারফ হোসেন জনি,বাংলা ভিশনের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন,টিবিএন ২৪ টিভির কে এম শামীম,যমুনা টিভির কাতার প্রতিনিধি আবু হানিফ রানা,চ্যানেল এস এর কাতার প্রতিনিধি শেখ ফারুক।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্বল্পব্যয়ী হওয়ায় দ্রুত সকলের আস্থা অর্জন ও সকলের হাতে পৌঁছাতে সক্ষম হয়েছে পত্রিকাটি। শুধু দেশে নয় মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ দেশ কাতারে ব্যাপক সাড়া জাগিয়েছে বাংলাদেশ প্রতিদিন।

আমন্ত্রিত অতিথিরা পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং আগামীতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের আহ্বান জানান।পরে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি বর্ষপূর্তি উদযাপন করেন।

শেষে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হকের সুস্থতা কামনা ও বনানীতে অগ্নিকাণ্ডে নিহত ও নিউজিল্যান্ডের মসজিদে হামলায় নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করেন মাওলানা ইউসুফ নুর।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares