নবীনগরে এমপি লতিফ রঙ্গিঁণ টিভি কাপ ব্যাডমিন্টন

0 1

‘ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়াই খেলা হোক হাতিয়ার ’ এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আলীয়াবাদ ক্রীড়া সংসদের উদ্যোগে বীরমুক্তিযোদ্বা মরহুম অ্যাডভোকেট আবদুল লতিফ এমপি রঙ্গীঁন টিভিকাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে আলীয়াবাদ কাচাঁ বাজার মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয় । খেলায় শহীদ জিয়া ম্মৃতি সংঘ কে ২-০ পয়েন্টে হারিয়ে আলীয়াবাদ সূর্য তরণ বয়েজ কাব চ্যাম্পিয়ন হয় । এর পূর্বে চিত্রাংকন ও নিত্য প্রতিযোগীতাও অনুষ্ঠিত হয় । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান । টূর্নামেন্ট পরিষদের সভাপতি ইদন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রারেখন আ’লীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান ,অ্যাডভোকেট সুজিত কুমার দেব , অ্যাডভোকেট শিব সংকর দাস, বশির আহম্মদ সরকার পলাশ, শাহজাহান মিয়া, খায়রুল আমীন, আশারাফুল হক রিপন প্রমূখ । পরে রাতে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাড শো পরিবেশিত হয় ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.