বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ফুটবল, শঙ্কিত কলকাতার আনন্দবাজার!

0 1

anandabazarবাংলাদেশের ইতিহাসের প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) বেশ জোরেসোরেই মাঠে নেমেছে। আর সেই কারণেই খানিকটা শঙ্কিত ভারতীয় ফুটবলাঙ্গণ।

আর কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আনন্দবাজার এই টুর্নামেন্টকে সেদেশের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) জন্য বড় শঙ্কা হিসেবেই দেখছে

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে। আর সেই আসরের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। জানা গেছে, বিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। লোগো উন্মোচন অনুষ্ঠানে থাকতে পারেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহো।

আনন্দবাজার লিখেছে, ‘ইন্ডিয়ান সুপার লিগের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এতদিন একাই রাজত্ব করেছে। বিশ্ব ফুটবলে ছড়িয়ে পরেছে আইএসএলের নাম। এবার আইএসএলকে টক্কর দিতে আসছে বাংলাদেশ সুপার লিগ।’

বিএসএল আর আইএসএল অনুষ্ঠিত হবে প্রায় একই সময়ে। আর এখানেই ভয় আনন্দবাজারের, ‘আইএসএলের প্রায় গায়ে গায়েই হবে বিএসএল। আইএসএল চলে অক্টোবর থেকে ডিসেম্বর। বাংলাদেশ সুপার লিগ হবে নভেম্বর-ডিসেম্বরে। আগামী ২৮ ফেব্রুয়ারি হতে চলেছে বিএসএলের লোগো উন্মোচন। তার পরই ঘোষণা করা হবে কটা দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, কারা কিনছেন দল। শুধু তাই নয় আইএসএলকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাক্তন কিন্তু বড় নামের পিছনে ছুটবে না বাংলাদেশ।’

আনন্দবাজারের মতে ‘ভারতের সেরা ও জনপ্রিয় লিগ’কে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই আসছে বিএসএল, ‘বিএসএল হাত বাড়াচ্ছে আইএসএলের দিকেও। আইএসএলে ভাল খেলা ফ্রি ফুটবলার, কোচদের দিকে নজর রয়েছে নতুন এই লিগের। ভাল ফুটবলারকে ছেড়ে রাখলেই হাতছাড়া হয়ে যেতে পারেন তিনি। কারণ টাকার অংকে আইএসএলের সঙ্গে টক্কর দেবে এই লিগ। এমন অবস্থায় ভারতের সেরা ও জনপ্রিয় লিগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চুপচাপই প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ। যে দেশে ক্রিকেটই শেষ কথা, সেখানে ফুটবলের এই উত্থান তাৎপর্যপূর্ণ। সংগঠকদের মতে, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন এই লিগ।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares