অবিশ্বাস্য হলেও সত্যি: ০ রানে অলআউট একটি দল!

0 3

stumps-compressed-580x395ক্যান্টারবুরি: শূন্য রানে অল আউট! এক সিক্স-অ্যা-সাইড ইনডোর চ্যাম্পিয়নশিপে ১২০ রানের লক্ষ্য তাড়া করতে একটি দলের সবাই আউট হয়ে গেল স্কোরবোর্ডে কোনও রান না তুলেই। ক্যান্টারবুরিতে ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাপচাইল্ড ক্রিকেট ক্লাবের ইনিংস। মাত্র ২০ বলের মধ্যে দলের সব ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেলেন।
ইসিবি-র জাতীয় সিক্স-অ্যা-সাইড চ্যাম্পিয়নশিপের কেন্ট রিজিওনালের ফাইনালের ম্যাচে ওই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে।
ক্রাইস্ট চার্চের স্পিনার মাইক রোজ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, সত্যি কথা বলতে আমরাও অবাক হয়ে গিয়েছি। বিশ্বাস করতে পারছিলাম না যে, একটা দল ০ রানে অল আউট হয়ে গিয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.