৬ ফেব্রুয়ারী কমরেড রাশেদ খান মেনন ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন আগামী ৬ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। তিনি সকাল ১০টায় আখাউড়া ধলেশ্বরে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এড. আকছির এম চৌধুরী। এছাড়া বিকেলে জেলা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করবেন।