বিশ্ব ভালোবাসা দিবস

0 0

Valentines-day-Greetings-2015
ভালোবাসা প্রকাশের দিন আজ। বিশ্ব ভালোবাসা দিবস। অব্যক্ত কথা ডালপালা মেলে ছড়িয়ে পড়ছে বসন্তের মধুর হাওয়ায়। ফাগুনের মাতাল হাওয়ায় ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠেছে হৃদয়।পাশ্চাত্যে ভালোবাসা দিবস পালিত হয়ে আসছে শত শত বছর ধরে। তবে দু’দশক ধরে বাংলাদেশেও সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি। ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ এমন ভাবনায় কাটে যাদের সারাবেলা– তাদের মনের না-বলা কথা ফুটবে আজ। দখিনা হাওয়া আজ হৃদয়ে বুনে দিচ্ছে ভ্রমরের গুঞ্জন। অমরাবতীর তীর ছুঁয়ে স্বর্ণরেণু পালকে মেখে ভেসে আসছে বর্ণিল প্রজাপতি ও ভ্রমরের ঝাঁক। ভালোবাসা বোঝাবুঝির চিরন্তন বোধ আজ হয়তো একটু বেশিই অনুভূত হচ্ছে ফুল বিনিময় ও আবেগের ভাষায়। তবে শুধু তরুণ-তরুণী নয়, যেকোনো বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares