বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ড চায় ভিএইচপি

0 1

togadia1-621x414-580x395আগরতলা: বিদেশি নাগরিক আইনে সংশোধন ঘটিয়ে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার দাবি তুললেন প্রবীণ টোগাড়িয়া। সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সভাপতি জানিয়েছেন, তাঁরা চান, বাংলাদেশ থেকে এ দেশে বেআইনিভাবে ঢোকা লোকজনকে অবিলম্বে সেদেশে ফেরত পাঠানো হোক যাতে ‘হিন্দুদের আরও সুরক্ষিত, সমৃদ্ধ ও সম্মানিত’ রাখা যায়। এজন্য ভিএইচপি একটি প্রস্তাব পাস করেছে, যাতে বেআইনি অনুপ্রবেশ মোকাবিলায় সময় বেঁধে অ্যাকশন প্ল্যান তৈরির দাবি তোলা হয়েছে। পরিষদের দাবি, বিদেশি নাগরিক আইনে বদল চাই যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ড দেওয়া যায়, অনুপ্রবেশ রোধ ও তাদের ফেরত পাঠানো যায়।
বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠাতে সময় বেঁধে পদক্ষেপ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দাবি তুলেছেন টোগাড়িয়া। তিনি এও বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে সংখ্যালঘুরা ভারতে চলে এলে তাদের উদ্বাস্তু ঘোষণা করে সঙ্গে সঙ্গে এ দেশের নাগরিকত্ব দিতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares