আলওয়ারেছ ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

0 2

kombolকনকনে ঠান্ডায় ভোরের কুয়াশাভেজা সকালে ছোট ছোট শিক্ষার্থীদের হাতে যখন তুলে দেওয়া হচ্ছিল গরম কম্বল, তখন তাদের চোখে মুখে তৃপ্তি ও প্রাপ্তির অকৃত্রিম হাসি দেখে মনে হচ্ছিল, অসহায়ের মুখে হাসি ফোটানোর আনন্দের কাছে পৃথিবীর অন্য সব ভোগ বিলাস আর মোহ কেবলই তুচ্ছ।
কাতারপ্রবাসীদের সহায়তায় চট্টগ্রাম জেলার বাঁশখালিতে বিভিন্ন মাদরাসা ও মকতবে শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণকালে দেখা মেলে এমন দৃশ্যের। স্থানীয় সামাজিক সংগঠন আলওয়ারেছ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। ২ জানুয়ারি সকালে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন আলওয়ারেছ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাতার প্রবাসী ইমাম হাফেজ এহসানুল হক।
এ সময় তিনি বলেন, কুরআন অধ্যয়নকারী শিশু কিশোররা আমাদের গর্ব। এই শীতে তাদের মধ্যে যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের পবিত্র ও সামাজিক দায়িত্ব। তাই আমরা সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা শুরু করেছি। ভবিষ্যতে তা আরও বড় পরিসরে আমরা অব্যাহত রাখবো। কাতার থেকে যেসব প্রবাসী এই কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি অন্যান্য প্রবাসীদেরও স্ব স্ব অবস্থান থেকে সামাজিক কাজে অংশগ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফকত হোসাইন চাটগামী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার সিরাজুদ্দৌলা, শাহাদাত হোসাইন, মুফতি নুরুল আমিন, আমানুল্লাহ, মাওলানা সোহাইল, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রুবেল প্রমুখ। বক্তারা আলওয়ারেছ ফাউন্ডেশনকে এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। কাতারে কর্মরত ব্যাংক কর্মকর্তা এবং মেলা চট্টগ্রাম সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল হক, দেলওয়ার হোসেন, আশেক এলাহীসহ অনেকে এই কার্যক্রমে অর্থসহায়তা দেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত আলওয়ারেছ ফাউন্ডেশন চট্টগ্রামের বাঁশখালি ও অন্যান্য এলাকায় প্রতিযোগিতা আয়োজনসহ বিভিণœ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করে থাকে। প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares