কসবায় টেম্পু স্ট্যান্ড নিয়ে দু’দলের উত্তেজনা ॥পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ ॥ সড়ক অবরোধ

0 3

প্রতিনিধি॥ কসবা উপজেলা সদরে টেম্পু স্ট্যান্ডের জায়গা নিয়ে দু’দলের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা সড়কে গাছ ফেলে অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। জানা গেছে, সম্প্রতি কসবা পুরাতন বাজার থেকে টেম্পু স্ট্যান্ডটি কসবা নতুন বাজারে স্থানান্তর করা হয়। এতে পুরাতন বাজারের ব্যবসায়ীরা টেম্পুস্ট্যান্ডটি পুরাতন বাজারে বহাল রাখার দাবী জানিয়ে সোমবার মিছিলসহ বিক্ষোভ করে। পরে উপজেলা প্রশাসন স্ট্যান্ডটি পূর্বের জায়গায় রাখা হবে বলে জানায়। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় কসবা  নতুন বাজারের ব্যবসায়ীরা স্ট্যান্ডটি নতুন জায়গায় রাখার দাবী জানিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা কসবা উপজেলার প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। তখন দুই বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares