Main Menu

কসবায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

+100%-

SUSPISCIOUS_SM20151109192644ডেস্ক ২৪:: কসবা পৌর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে কাঞ্চণমুড়ি গ্রামের সাজিদ পাঠানের স্ত্রী সুমি আক্তার। তবে লাশ ফেলে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের মা জুয়েল বেগম বাদি হয়ে আজ বৃহস্পতিবার বিকালে কসবা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায় , কসবা পৌর এলাকার তালতলা জগৎপুর গ্রামের আবদুর রউফের কন্যা সুমি আক্তার (১৯) এর সঙ্গে কাঞ্চণমুড়ি গ্রামের সাজিদ পাঠানের সঙ্গে গত বছরের অক্টোবর মাসে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের দাবিতে গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে।

আজ বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী সাজিদ পাঠান মোবাইল ফোনে তার শ্বাশুড়ি জুয়েল বেগমকে মেয়ের অসুস্থতার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলে। শ্বাশুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তখন মৃত দেহের পার্শ্বে মেয়ের স্বামীর বাড়ির কোনো লোকজনকে খুঁজে পাওয়া যায়নি।






0
0Shares