সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাকের পার্টির মেয়র প্রার্থীকে জয়যুক্ত করতে হবে — অতি:মহাসচিব সেলিম কবীর

0 1

z-02কসবা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা জাকের পার্টি ও বাস্তুুহারা ফ্রন্টের উদ্যোগে এক অলোচনা সভা,পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছায় ২১ডিসেম্বর সোমবার বাদ আছর থেকে মধ্যরাত ব্যাপি কসবা প্লাজায় মাকের্ট চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অলোচনা সভা,পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকেরপার্টির অতিরিক্ত মহসচিব ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি সেলিম কবীর।

কসবা উপজেলা জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকেরপার্টি বাস্তহারা ফ্রন্ট কেন্দ্রীয় সি:যুগ্ম সাধারণ সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী, জাকেরপার্টি কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তুহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর, ব্রাহ্মণাবড়িয়া জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন রুমেল,জেলা যুবফ্রন্টের সাবেক সভাপতি খোকা,জাকের পার্টির জেলা সাবেক নেতা বশির চৌধুরী,জাকের পার্টি কসবা পৌর সভাপতি সাজিদুল হক মুন্সি প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কসবা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী,সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম,উপজেলা জাকের পার্টি বাস্তহারা ফ্রন্ট সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও ফায়েজ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন; মদিনার সত্য ইসলাম জানতে হলে বিশ্ব জাকের মঞ্জিলে আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফে আসুন দেখুন। বর্তমান দেশের রাজনীতির যুদ্ধাপরাধীদের বিরাজমান অবস্থান থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে জাকের পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। তাই জাতী, ধর্ম,বর্ণ,দেশ ও মানবতা রক্ষায় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তুফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নেতৃত্বে জাকের পার্টিতে দলে দলে যোগদিতে অনুরোধ করেন। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসন্ন পৌরসভা নির্বাচনে জাকের পার্টির মনোনিত প্রার্থী সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীকে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জাকেরান আশেকানসহ দলীয় নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি কেন্দ্রীয় জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট যুগ্ম সাধারণ সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা পৌরবাসীকে জাকের পার্টির প্রর্তীক গোলাপ ফুলের শুভেচ্ছা জানানি। ইসলামী জলছায় ওয়াজ করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা ওয়াদুদ সিদ্দিকী,মাওলানা হাফেজ আব্দুল হাই,মাওলানা আলআমিন শাহিন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares