বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া কসবায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0 1

কসবা প্রতিনিধি:: বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহম্পতিবার বিকালে কসবা সুপার মাকের্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কসবা কদমতুলি হয়ে রেলস্টেশন হইয়ে প্রধান প্রধান রাস্তা সহ প্রায় তিন কিলোমিটার প্রদক্ষিণ করেন।
পরিশেষে কসবা স্বাধীনতা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকতআলী,টিআলী কলেজ ছাত্রলীগের সভাপতি সাগর প্রমুখ।

বক্তারা বলেন,বিএনপির ছাত্রদলের নেতাদের আগুন সন্ত্রাস হামলার রাজনীতি করেন আর বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। বাংলার জনগণ ভোটের মাধ্যমে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares