পাক আর্মির কাছে রক্ষিত খালেদা কিভাবে জানবেন স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে:: আইনমন্ত্রী

0 8

mp-01খ.ম.হারুনুর রশীদ ঢালী: বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তর সালে ক্যান্টনমেন্টে পাক আর্মির কাছে রক্ষিত ছিলেন। তিনি কি করে জানবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে। তাই তিনি বলেছেন যুদ্ধে এত লোক মারা যায়নি।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সন্ধ্যায় কসবা পৌর মুক্ত মঞ্চে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ,যুব ও ছাত্রলীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে এদেশের মানুষ খালেদা জিয়াকে রাজনীতি করার অধিকার দিয়েছে। তবে এদশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাস বিকৃতির কোন অধিকার তাকে দেওয়া হয়নি। পচাত্তর পরবর্তী সময়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সে সময় আজ কেউ জানতো না, কাল কে দেশ চালাবে। এক জেনারেল এসে আরেক জেনারেলকে নামিয়ে দিতো। এখন জেনারেলদের মাধ্যমে সরকার বদল হয় না। শেখ হাসিনার নেতৃত্বে এখন নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয়।

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এমজি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মকবুল হোসেন,কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,সফিকুল ইসলাম ভুইয়া বকুল,অধ্যক্ষ আকরাম খান,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক মনির হোসেন,তারেক মাহমুদ,এসএম মান্নান জাহাঙ্গীর প্রমুখ।

এর আগে মন্ত্রী পৌর এলাকার শীতলপাড়ার ৩১ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এবং ১০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। হাজার হাজার জনতার সমাবেশে আনিমন্ত্রী বক্তব্য রাখেন। মিছিলে মিছিলে কসবা শহর মোখরিত ছিল।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares