গণমাধ্যম সরকারের উন্নয়নের সহযাত্রী:: এড. রাশেদুল কাউছার ভুইয়া জীবন

0 2
কসবা প্রতিনিধি :  ৫ম বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ দফায় কসবা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১মার্চ ২০১৯ইং অনুষ্ঠিত হচ্ছে।
আজ ৩ মার্চ রোববার সকালে কসবা উপজেলা প্রেসক্লাব ও টিভি সাংবাদিকদের দলনেতা খ,ম,হারুনুর রশীদ ঢালী কসবা উপজেলা আওয়ামী লীগ থেকে নৌকার মাঝি হিসেবে এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানান।  ফুলের শুভেচ্ছা জানানোর শেষে সাংবাদিকদের সাথে মতবানিময় কালে বলেন,উপজেলা পরিষদ নির্বাচনে দল আমাকে নৌকা প্রর্তীকে মনোনয়ন দিয়েছেন।আমি দলের প্রতি,মাননীয় আইনমন্ত্রী,দলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। এই নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।জনগণ আমার আশা ভরসা ও আস্হার স্হল। আমি জনগণের পাশে ছিলাম,আছি ও থাকবো। সকারের সহযোগি হয়ে উন্নয়নের সহযাত্রী একমাত্র গণমাধ্যই পারে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ইতিবাচক ভূমিকা রাখতে।  সমালোচনার মাধ্যমে গণমাধ্য সরকারের ও স্হানীয় সরকারের ভুলক্রুটি চিহ্নিত করে সংশোধনের সুযোগ করে দিতে পারে। পত্রিকা ও টেলিভিশন হবে গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্বর। এক কথায় মিডিয়াকে দেশের উন্নয়ের পক্ষে কথা বলতে হবে। মাদক,সস্ত্রাস,জঙিবাদের বিরুদ্ধে্,অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।
এসময় স্থানীয় সরকার দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্হিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares