কসবা সীমান্ত হাটে ভারত-বাংলাদেশ যৌথ ভাবে আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস পালন

0 6

kas 21-2-16 (1)
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি: ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটে দুই দেশ এই প্রথম বারের মত রোববার ২১ ফ্রেব্র“য়ারি যৌথ ভাবে উদযাপন করা হল মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস।

দিবসটি পালনকে কেন্দ্র করে হাটে দু‘দেশের একই ভাষার মানুষের মিলন মেলায় পরিণত হয়। হাট পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগে সীমান্ত হাটে অস্থায়ী ভাবে নির্মাণ করা শহীদ মিনারে দুপুর ১২টায় দু‘দেশের কর্মকর্তারা ভাষা শহীদদের স্বরণে পুষ্প স্তুবক অর্পন করেন। পরে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। দিবসটি নিয়ে সীমান্ড হাটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

kas 21-2-16 (2)

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শাসক (ডিএম) প্রদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল রিজিউন কমান্ডার বিগ্রেডিয়ার কমান্ডার ফজলে কাদের আহাম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) লুৎফুর নাহার, ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক দিলীপ কুমার চাকমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, বিজিবির ১২ ব্যাটালিয়ন অধিনায়নক লে.কর্ণেল শেখ ফরহাদ উজ জামান, ভারতের আগরতলার কবি ও লেখক অধ্যাপক রামেস্বর ভট্রাচার্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রী কলেজের অধ্যাপক ও কবি মানবর্ধন পাল, ভারতের দুরদর্শন আগরতলার কেন্দ্র পরিচালক জে.এস. পাঠান, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন আহাম্মদ,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

আলোচনাসভা শেষে দু‘দেশের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দেশের শিল্পীরা গান পরিবেশন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares