কসবা সাব-রেজিস্ট্রারী অফিসে এক বছরে রাজস্ব আদায় ১০কোটি টাকা
খ,মম,হহারুনুর ররশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সাব-রেজিস্ট্রারী অফিসে এক বছরে দলিলসহ নানাহ বিবিধে প্রায় ১০কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে সাব-রেজিস্ট্রার জানান।
আজ সোমবার কসবা উপজেলা সাব-রেজিস্ট্রিরী অফিসের চলতি দায়িত্বরত সাব-রেজিস্ট্রার মো: শাহিন আলম জানান; ২০১৮ সালে রাজস্ব আদায় হয় ১০কোটি টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি-২ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৮শত ৯৬ টাকা,স্ট্যাম্প বিক্রি-২ কোটি ৯০ লাখ ১শত ৪৯ টাকা,স্থানীয় সরকারি কর-৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৫ শত ৩২ টাকা, উৎসে কর-৮৯ লাখ ৮৫হাজার ৪ শত ৫৮ টাকা,অন্যান্য খাদসহ সর্ব মোট ১০ কোটি টাকা কসবা সাব-রেজিস্ট্রার অফিস থেকে গত বছর সরকারকে রাজস্ব দিয়েছেন বলে তিনি সাংবাদিকদেরকে জানান।