কসবা থানা নতুন ভবন পরিদর্শনে পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস(অর্থ)

0 2

222222222222222222খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি: কসবা থানার নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পুলিশ হেডকোয়ার্টাস বাংলাদেশ পুলিশ ভবন ঢাকার ডিআইজি (অর্থ) মিলি বিশ্বাস। তিনি ৮ ফেব্র“য়ারী সোমবার দুপুরে কসবা থানার নতুন ভবনের হল রুমে বসেন। প্রথমই তাকে গার্ড অব অনার প্রদান করেন কসবা থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এবং গার্ড অব অনারে অংশ নেন থানার চৌকুস একদল পুলিশ ফোর্স। পরিদর্শকালে ডিআইজি অর্থ’র সাথে  উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম এ মাসুদ,এএসপি সার্কেল নবীনগর, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম রগু,ঠিকাদার আবু জাহের ও এম এ আজিজ প্রমুখ।

ডিআইজি অর্থ মিলি বিশ্বাস নির্মিত নতুন ভবনের বিভিন্ন দিক পরিদর্শনকালে বাথরুম ও কিছু দরজা পরিবর্তন করার জন্য ঠিকাদারকে নির্দেশ প্রদান করেন বলে বিশেষ সূত্রটি জানায়। কসবা থানার নতুন ভবন পরিদর্শন শেষে তিনি আখাউড়া থানার নতুন ভবন পরিদর্শন করার জন্য যাত্রা করেন। কসবা থানার এই নতুন ভবনটির নির্মাণ ব্যয় প্রায় ৬কোটি টাকা বলে থানার ওসি এই প্রতিবেদককে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares